নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক-আউট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের আচরণে তিনি ক্ষুব্ধ । মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ । তাঁকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি । মাইক বন্ধ করে তাঁকে অপমান করা হয়েছে । তাই তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন । নীতি আয়োগের আর কোনও বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন ।
রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক ছিল । কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে বৈঠক বয়কট করেছিলেন ইন্ডিয়া জোটের সাত মুখ্যমন্ত্রী । তবে, বৈঠকে এদিন উপস্থিত হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । কিন্তু দেখা যায়, কিছুক্ষণের মধ্যেই বৈঠক মাঝপথে ছেড়ে বেরিয়ে এসেছেন । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,'অন্যদের ২০ মিনিটের বেশি বলায় সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি ।"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'বিরোধীদের মধ্যে একমাত্র আমিই বৈঠকে হাজির ছিলাম। আমি যেটা বলেছি, সেটা দেশের স্বার্থে ও বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজ এসেছি একা । কিন্তু আপনাদের স্পষ্টভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন । আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রোজেক্ট বন্ধ করে দিয়েছেন । আপনারা বিরোধী দলের কোনও রাজ্যকে কোনও সুযোগ দেন না । এবং আপনারা আমাদের তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, সব কিছু বন্ধ করে রেখেছেন । এমনকী খাদ্যের উপর ভর্তুকি বন্ধ করে রেখেছেন । শেষ বছর পর্যন্ত আমরা এক লাখ ৭১ হাজার কোটি টাকা পাই । এইটুকু বলার পরই আমার মাইক বন্ধ করে দেওয়া হয় । '