দু'দিনের সফরে ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জগন্নাথ ধামে গিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করবেন মমতা। ২২ মার্চ জগন্নাথ মন্দিরে পুজো দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। ২৩ মার্চ নবীন-মমতা সাক্ষাতের কথা রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার কলকাতায় এসে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, কংগ্রেস-বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোট গঠনের প্রাথমিক ধাপ হিসেবেই এবার ওড়িশা যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।
শুক্রবার কলকাতায় এসে বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের কথা বলেন অখিলেশ যাদব। তিনি বলেন, "বাংলায় আমরা মমতা দিদির সঙ্গেই আছি। আমাদের প্রধান লক্ষ্য বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখা। বিজেপি ভ্যাকসিন যারা পেয়েছেন, তাদের পিছনে ইডি-সিবিআই নেই।" রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নীতি এনে একই সঙ্গে জাতীয় রাজনীতিতে দুটি শত্রু বানিয়ে ফেলতে পারে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- Salman Khan: প্রাণ নাশের হুমকি দিয়ে সলমনকে মেইল, নিরাপত্তা পাবেন না বলেই কি কলকাতায় এলেন না ভাইজান?
তবে এই জোটকে তৃতীয় ফ্রন্ট বলা হচ্ছে না। কংগ্রেসকে বাদ দিয়ে একই নীতি নিয়ে চলবে আঞ্চলিক দলগুলি। যে রাজ্যে যে দলের শক্তি বেশি, সেখানে কংগ্রেস ও বিজেপি বিরোধী লড়াই চালাবে সমমনস্ক দল।