Mamata Banerjee: শরদ পাওয়ারের ডাকা বৈঠকে থাকবেন না মমতা, তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়

Updated : Jun 26, 2022 14:44
|
Editorji News Desk

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে শরদ পওয়ারের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে থাকবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের তরফে ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। 

গত ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবিরের যে বৈঠক ডাকেন, তাতেই মোটামুটি প্রাথমিক আলোচনা সেরে ফেলে বিরোধীরা(Opposition leaders)। ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি নির্বাচনে একজোট হয়েই প্রার্থী দেবে বিরোধী শিবির। এমন একজনকে প্রার্থী করা হবে যিনি দেশের সংবিধানের আদর্শকে রক্ষা করবেন। প্রার্থী কাকে করা হতে পারে তা নিয়েও প্রাথমিক পর্যায়ের আলোচনা ১৫ জুনের বৈঠকে হয়েছে। তাছাড়া প্রার্থী নির্বাচন নিয়ে ওই বৈঠকের পরেও নিজেদের মধ্যে আলোচনা করছেন বিরোধী শিবিরের প্রথম সারির নেতারা।

যদিও পরবর্তীতে এই ইস্যুতে শরদ পওয়ার(Sharad Pawar) ফের বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলকেও(TMC)। যদি আমন্ত্রণের চিঠিতে ইতিপূর্ব মমতার ডাকা বৈঠকের কোনও উল্লেখ নেই বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে নাকি তৃণমূল(TMC) নেতৃত্ব তাই ক্ষুব্ধ।  এরপর তৃণমূলের তরফে জানানো হয় মঙ্গলবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) থাকছেন না। তাঁর বদলে দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে ইতিমধ্যে বিরোধীদের প্রার্থী হিসেবে ফারুখ আবদুল্লাকে(Farooq Abdullah) দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখান করেছেন। 

আরও পড়ুন- 

রবিবার ত্রিপুরা যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। পাহাড়-রাজ্যের উপনির্বাচনের জন্য শেষমুহূর্তের প্রচারে অংশ নেবেন তিনি। সোমবার সকাল ১১টায় আগরতলায় একটি সাংবাদিক বৈঠক করার কথা অভিষেকের। বিকেল ৪টেয় তিনি একটি জনসভাও করবেন। সূত্রের খবর, ত্রিপুরা থেকেই সোজা দিল্লিতে উড়ে যাবেন তিনি।

Sharad PawarMamata BanerjeeAbhishek BanerjeePresident Election

Recommended For You

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

editorji | ভারত

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা

editorji | ভারত

Rekha Gupta : রামলীলা থেকে নয়া শপথ, দিল্লিতে এবার রেখার রাজত্ব

editorji | ভারত

Sam Pitroda: চিন নিয়ে মন্তব্য়, স্যাম পিত্রোদাকে আক্রমণ বিজেপির, USAID ফান্ড নিয়েও আক্রমণ

editorji | ভারত

Earthquake in Delhi : নড়ে গেল ধৌলাকুঁয়ার মাটি, দুলেই ঘুম ভাঙল দিল্লির, সবাইকে শান্ত থাকতে বললেন মোদী