রাষ্ট্রপতি নির্বাচনে (President Election) বিরোধীদের একজোট করতে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী ঠিক করার জন্য তিনি বিভিন্ন দলকে চিঠি দিয়েছেন।
দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ১৮ জুলাই।নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২১ জুলাই।
President Election 2022:১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন, ঘোষণা করল নির্বাচন কমিশন
উল্লেখ্য, ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪,৮০৯ জন। তাঁদের মধ্যে শাসক জোট এনডিএ-র বিধায়ক-সাংসদ মিলিয়ে রয়েছে মোট ভোটের ৪৮.৮ শতাংশ। স্বভাবতই রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের মনোনীত প্রার্থীর দিকেই পাল্লা ভারী হবে। এই পরিস্থিতিতে কিছু দিন আগেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিকল্প জোটের ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তাঁর মতে, বিরোধী শিবির একজোট হলে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। এবার বিষয়টি নিয়ে বিরোধীদের এক জোট করতে আসরে নামলেন।
নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ও মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা যা লিখেছেন তার সারমর্ম হল,রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই দেশের গণতন্ত্রের এই বিপদের সময় রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সমস্ত প্রগতিশীল বিরোধী রাজনৈতিক দলগুলির জোট বাঁধা উচিত। তৃণমূল নেত্রী এই চিঠি পাঠিয়েছেন সনিয়া গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, উদ্ভব ঠাকরে, নবীন পট্টনায়ক, ও এমকে স্টালিন সহ মোট ২২ জন বিরোধী নেতানেত্রীকে। এই বিষয়ে বিরোধী নেতানেত্রীদের নিয়ে ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বেলা ৩টায় বৈঠক ডেকেছেন তিনি।