বিবাহ-বহির্ভূত সম্পর্কে বেড়েছিল জটিলতা। আর তারই আক্রোশে প্রেমিকার একরত্তি শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগে চাঞ্চল্য পুণের খেড় এলাকার। মহিলার অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, খেড়ের বাসিন্দা অভিযুক্ত বিক্রম শরদ কোলেকার স্থানীয় এক বিবাহিত মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর থেকেই তাঁকে বিয়ে করতে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না ওই মহিলা। তারই আক্রোশে অভিযুক্ত ওই একরত্তিকে ফুটন্ত গরম জলে ডুবিয়ে খুন করেন বলে পুলিশকে জানান ওই মহিলা।
আরও পড়ুন- Harbhajan Singh : ধোনি নাকি রোহিত, বিপজ্জনক ব্যাটার হিসেবে কাকে এগিয়ে রাখলেন হরভজন ?
হাসপাতাল সূত্রে খবর, শিশুটির সারা শরীর পুড়ে গিয়েছিল। সারা গায়ে দগদগে পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। দীর্ঘ ১৫ দিন পর লড়াই করে মৃত্যুর কাছে হার মানে শিশুটি।