মিসড কল। আর সেই মিসড কলেই ধরা পড়ল অপরাধী। দিল্লির নাঙ্গোলি এলাকার ঘটনা। গত ৯ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় ১১ বছরের এক কিশোরী। সেদিনই সকাল ১১টা ৫০ মিনিটে কিশোরীর মায়ের মোবাইলে মিসড কল আসে। কে মিসড কল দিয়েছে, জানার জন্য পাল্টা ফোন করেন। কিন্তু ফোন বন্ধ ছিল। সেই ফোন নম্বরের সূত্র ধরেই মধ্যপ্রদেশ থেকে রোহিত ওরফে বিনোদ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
ওই যুবককে জেরা করে পুলিশ জানতে পারে কিশোরীকে অপহরণ করে খুন করা হয়েছে। দেহাংশ পশ্চিম দিল্লির মুন্দকা গ্রামে ঘেওরা মোড়ে পুঁতে দেওয়া হয়। রোহিতকে নিয়ে গিয়ে দেহাংশ উদ্ধারও করে পুলিশ। কেন খুন করা হয়েছে যুবককে, তা তদন্ত করে দেখছে পুলিশ। ধর্ষণ করা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: আদানিকাণ্ডে মিডিয়া রিপোর্ট বন্ধের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
গত ৯ ফেব্রুয়ারি কিশোরী ঘরে না ফেরায় বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন। কিশোরীকে অপহরণ করা হয়েছে, এই সন্দেহে ১০ ফেব্রুয়ারি আরও একটি অভিযোগ দায়ের করেন তাঁরা। কিশোরীর মা, ওই মিসড কল আসা নম্বরে বারবার ফোন করতে থাকেন। ফোন সুইচড অফ ছিল। নম্বরটি এরপর পুলিশকে জমা দেন কিশোরীর মা। সেই সূত্র ধরেই পঞ্জাব ও মধ্যপ্রদেশে হানা দেয় পুলিশ। মধ্যপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।