প্রেমের জন্য কত কী করতে পারে মানুষ! প্রেমিকার হয়ে পরীক্ষা দেওয়া তো মামুলি বিষয়। কিন্তু সেই কাজটাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন পাঞ্জাবের আংরেজ সিং নামে এক যুবক।
মেয়ে সেজে প্রেমিকার হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন ওই প্রেমিক৷ ছদ্মবেশ একদম নিখুঁত ছিল৷ পরনে চুড়িদার, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি। আধার কার্ড সহ যাবতীয় নথিও ছিল তৈরি। কিন্তু বায়োমেট্রিকে আঙুলের ছাপ মিলল না। তাতেই পর্দাফাঁস। নাম ভাঁড়িয়ে পরীক্ষা দিতে আসা ওই যুবককে গ্রেফতার করল পুলিশ।
Ram Lalla: ১৮ তারিখ মন্দিরের গর্ভগৃহে 'রাম লালা'র প্রতিষ্ঠা, অনুষ্ঠান সূচি প্রকাশ করল ট্রাস্ট
গত ৭ জানুয়ারি পাঞ্জাবের ফরিদকোটার জেলার একটি স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা ছিল। পরীক্ষার্থী পরমজিৎ কৌরের পরিচয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তাঁর প্রেমিক আংরেজ। মহিলার বেশে ছবি তুলে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিলেন তিনি। সবই ঠিক ছিল, কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে বায়োমেট্রিক যন্ত্রে তিনি ধরা পড়ে যান। পরমজিতের আঙুলের ছাপ তো আলাদা। আংরেজের আঙুলের ছাপের সঙ্গে তা মিলবে কেন! তারপরেই আংরেজকে শ্রীঘরে পাঠানো হয়।