২০২০ সালে ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হয়। সম্প্রতি জামিন পেয়েছিল ওই ব্যক্তি।অভিযোগ, জেল থেকে বেরিয়েই ওই মহিলাকে ছুরি দেখিয়ে ফের শারীরিক নিগ্রহ করে ওই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। পুলিশ সূত্রে খবর, নিগ্রহের পর ওই মহিলাকে অভিযোগ তুলে নেওয়ার হুমকিও দেয় সে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিবেক মণ্ডল। ২ বছর আগে বিবেক ও তার বন্ধু এক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। নিগৃহীতা থানায় অভিযোগ করলে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এক মাস আগে ওই নিগৃহীতাকে ফের ধর্ষণ করে অভিযুক্ত।
পাতন পুলিশ স্টেশনের ইনচার্জ আসিফ ইকবাল বলেন, "বিবেক প্যাটেল আগেও ধর্ষণ করেছিল এই যুবতীকে। এবারও বন্ধুর সঙ্গে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে বিবেক।" ২০২০ সালে ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হয় বিবেককে। একবছর পর ২০২১ সালে জামিন পায় সে। যুবতীর অভিযোগ, ছুরি দেখিয়ে এক মাস আগে বন্ধুর সঙ্গে এসে ধর্ষণ করে বিবেক। ঘটনার ভিডিও করে তারা। যদি অভিযোগ তুলে না নেওয়া হয়, তাহলে ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। সোমবার ফের অভিযোগ দায়ের করেন ওই যুবতী। পুলিশ তদন্ত শুরু করেছে।