ভারতের মহারাষ্ট্রে প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু। মহারাষ্ট্র স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন তিনি। এই মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে দেশবাসীর।
বাংলাতেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৩ ছুঁয়েছে। বুধবারের তুলনায় রাজ্যে দৈনিক সংক্রমণ দ্বিগুণ। একদিনে বাংলায় আক্রান্ত হয়েছেন ২১২৮ জন। চারদিনে সংক্রমণ বৃদ্ধি হয়েছে ৫ গুণ। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা।
করোনা সংক্রমণে দেশে চতুর্থ বাংলা। দেশে ৮ জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ১২ দশমিক ৫ শতাংশ।