মণিপুরে নতুন করে সংঘর্ষ। কুকি জনজাতি অধ্যুষিত এলাকা চূড়চাঁদপুর জেলায় সংঘর্ষে মৃত্যু কমপক্ষে ২ জনের। আহত হয়েছেন ২৫ জন।
পুলিশ জানিয়েছে, হাতে এক অস্ত্র নিয়ে ব্যক্তি দাঁড়িয়েছিল। তার সঙ্গে ছবি তুলেছিলেন এক কনস্টেবল। এরপরই ওই কনস্টেবলের পদত্যাগের দাবিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জেলা পুলিশ প্রধানের বাড়ির বাইরে বাস ও অন্যান্য দোকানপাটে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। সরকারি দফতরে হামলা করেন বিক্ষোভকারীরা। এরপরই নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছোড়ে। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই জেলার মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
মণিপুর পুলিশ এক্স হ্যান্ডেলে জানিয়েছে, "চূড়চাঁদপুরে এসপি অফিসে হানা দেওয়ার চেষ্টা করেন ৩০০-৪০০ জন। আগুন লাগানো, পাথর ছোড়া হয়। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়েছেন। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।"