উত্তরপ্রদেশে আতিক-কাণ্ডের পুনরাবৃত্তি। লখনউয়ের আদালত চত্বরে গুলিতে ঝাঁঝরা কুখ্যাত গ্যাংস্টার সঞ্জীব জিভা। একদল দুষ্কৃতী এসে তাকে গুলি করে পালায়। প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, পুলিশের চোখে ধুলো দিয়ে আইনজীবীদের পোশাক পরে হ্যাংস্টার সঞ্জীব জিবার উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে খবর, বিজেপি বিধায়ক ব্রহ্মাদত্ত দ্বিবেদীকে খুনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এছাড়াও ডজনখানেক ফৌজদারি মামলা ছিল এই গ্যাংস্টারের বিরুদ্ধে। আদালতে ঢোকার আগেই ওলোপাথাড়ি গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে।
খুনের কিছুক্ষণ পর একটি ভিডিয়োও প্রকাশ্যে আসে। পুলিশকর্মীরা হাসপাতালে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর।