পাঁচ স্ত্রী থাকা সত্ত্বেও, এক তরুণীকে অপহরণ করে ষষ্ঠ বিয়ের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়। অভিযুক্ত ওই যুবকের নাম রশিদ। তাঁর বিরদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, দিন চারেক আগে মামার বাড়ি থেকে নিখোঁজ হন ১৯ বছরের ওই তরুণী। এরপরেই পরিবারের সদস্যেরা জানতে পারেন, অভিযুক্ত রশিদ নামের ওই যুবক তরুণীকে অপহরণ করে বিয়ে করেছেন।
আরও পড়ুন - ৫৫ হাজার টাকা খোরপোষ দিতে হবে স্ত্রীকে, সাত বস্তা কয়েন নিয়ে আদালতে হাজির ব্যক্তি
এর পরই থানায় এফআইআর দায়ের করেন তরুণীর বাবা-মা। সেই খবর পেয়ে অভিযুক্ত ওই তরুণীর বাবা-মাকে হেনস্থা করেন বলেও অভিযোগ। এমনকি তাঁদের ছোট মেয়েকেও অপহরণের হুমকি দেওয়া হয়।