‘আজাদি কা অমৃত মহোৎসব’-এ ভারতের স্বাধীনতা সংগ্রামের শহিদ স্মরণে উদ্যোগী হল মোদী সরকার। আগামী ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর হত্যার দিনে ২ মিনিট নীরবতা পালন করবে গোটা দেশ।
ইতিমধ্যেই সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে ৩০ জানুয়ারি বেলা ১১টা থেকে ২ মিনিট নীরবতা কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কর্মসূচির সূচনা এবং সমাপ্তি হবে সাইরেন বাজিয়ে। শহিদ স্মরণে ‘গার্ড অব অনার’-এ রাইফেলে গুলিচালনাও হবে।
Rudranil Ghosh: তৃণমূলের কর্মসুচিকে 'দুয়ারে ভূত' বলে কটাক্ষ, ফেসবুকে কবিতা পোস্ট রুদ্রনীলের
স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে নীরবতা পালন কর্মসূচি চলাকালীন সকলকে উঠে দাঁড়ানোর কথা বলা হয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি বিজেপি নেতা-কর্মীরা রাজ্যে রাজ্যে পৃথক ভাবে স্বাধীনতা যুদ্ধের শহিদদের স্মরণে কর্মসূচি পালন করবেন।