বিদেশি অনুদান সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করল কেন্দ্রীয় সরকার (Central Government)। তবে তাতে মিশনারিজ অফ চ্যারিটির কোনও সুবিধা হবে না।
দেশের যে-সব বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও(NGO) বিদেশি অনুদান পায়, তাদের বিদেশি অনুদান পাওয়ার ছাড়পত্র ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হল। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তে মাদার টেরিজার তৈরি মিশনারিজ় অব চ্যারিটি (Missionaries of Charity) কোনও সুবিধা পাবে না। কারণ তাদের বিদেশি অনুদান পাওয়ার ছাড়পত্র পুনর্নবীকরণের আর্জিই খারিজ হয়ে গিয়েছে।
ফলে চ্যারিটি তাদের বিদেশি অনুদানের জন্য নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কোনও অর্থ নিতে পারবে না। সেই অর্থ খরচও করতে পারবে না। চ্যারিটির তরফে তার পরেই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: Vaishno Devi: মর্মান্তিক! বর্ষবরণের রাতে বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু অনেকের
তবে এর মধ্যেই সংস্থার জন্য আশার কথা শুনিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি জানিয়েছেন, মিশনারিজ় অব চ্যারিটি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্য নিতে পারে। এ বিষয়ে তিনি জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন।