ভোটগণনা শুরু হয়ে গিয়েছে মিজোরামে । গণনার শুরুতেই এগিয়ে রয়েছে প্রধান বিরোধী জ়োরাম পিপলস্ মুভমেন্ট, জেডপিএম । এমএনএফ-কে পিছনে ফেলে দিয়েছেন তাঁরা । অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ৫ আসনে । প্রাথমিক ট্রেন্ড অন্তত সেরকমই বলছে ।
বেশিরভাগ সমীক্ষা বলছে, এবার মিজোরামে সরকার গঠনের ক্ষেত্রে পাল্লা ভারী জেডপিএমের দিকেই । কিন্তু, ইতিহাস বলছে, প্রতি দশবছরে মিজোরামে সরকার পাল্টায় । সেক্ষেত্রে, এমএনএফ-এর সবে ৫ বছর হয়েছে । তাহলে, চিরাচরিত ধারা বজায় রেখে এবারও সিংহাসন নিজেদের দখল রাখতে পারবে, এমএনএফ ? তার উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরই ।
৪০ আসনের বিধানসভা । তার মধ্যে ৩৩টি আসনে গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ডে ১৭টি আসনে এগিয়ে রয়েছে জেডপিএম । এমএনএফ এগিয়ে রয়েছে ১১টি আসনে । কংগ্রেস এগিয়ে রয়েছে ৫টি আসনে ।