মিজোরামে কি এবার সরকার গড়তে চলেছে জেডপিএম ? প্রাথমিক ট্রেন্ড বলছে, ভোটগণনায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে জ়োরাম পিপলস্ মুভমেন্ট । এমনকী, ম্যাজিক ফিগারও ছুঁয়ে ফেলেছেন । জানা গিয়েছে, ২৩ টি আসনে এগিয়ে লালডুহোমার দল । সেই তুলনায় মিজোরামের বর্তমান শাসকদল এমএনএফ অনেকটাই পিছিয়ে রয়েছে । জেডপিএম-এর সঙ্গে ব্যবধান ক্রমশ বাড়ছে ।
এখনও পর্যন্ত ভোটের যা ফলাফল, তাতে ১১টি আসনে এগিয়ে রয়েছে এমএনএফ । কংগ্রেস এগিয়ে ৪টি আসনে, আর বিজেপি ২টি আসনে । এই মুহূর্তে জোর টক্কর চলছে জেডপিএম ও এমএনএফ-এর মধ্যে ।
বেশিরভাগ সমীক্ষা বলছে, এবার মিজোরামে সরকার গঠনের ক্ষেত্রে পাল্লা ভারী জেডপিএমের দিকেই । কিন্তু, ইতিহাস বলছে, প্রতি দশবছরে মিজোরামে সরকার পাল্টায় । সেক্ষেত্রে, এমএনএফ-এর সবে ৫ বছর হয়েছে । তাহলে, চিরাচরিত ধারা বজায় রেখে এবারও সিংহাসন নিজেদের দখল রাখতে পারবে, এমএনএফ ? শেষ হাসি কে হাসে,সেটাই দেখার অপেক্ষায় সব মহল ।