LGBTQIA ইস্যুতে খুব শিগগির গঠিত হতে চলেছে কেন্দ্রীয় কমিটি। সমলিঙ্গ বিবাহ নিয়ে দেশের সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানিতে এই কথা জানাল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীসভার সচিব কমিটির নেতৃত্বে থাকবেন।
প্রসঙ্গত, সমলিঙ্গ বিবাহ (Same-Gender Marriages) ভারতের সামাজিক নৈতিকতার পরিপন্থী, সুপ্রিম কোর্টে (Supreme Court) এমন হলফনামা দিয়ে আগেই জানিয়েছিল কেন্দ্র। কেন্দ্রের সেই আপত্তি খারিজ করে দিয়েছে বিচারপতিদের বেঞ্চ। সেই মামলারই শুনানি ছিল বুধবার।