মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) কানপুরে নবনির্মিত মেট্রো প্রকল্পের(Metro Project) একটি বিভাগের উদ্বোধন করলেন। সম্পূর্ণ প্রকল্পটির তৈরি হতে খরচ পড়েছে প্রায় ১১০০০ কোটি টাকা। এরপর তিনি তাঁর সংক্ষিপ্ত মেট্রো সফর সারেন।
আইআইটি মেট্রো স্টেশন (IIT metro station) থেকে গীতানগর(Geeta Nagar) যাওয়ার পথে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। আইআইটি কানপুর(IIT Kanpur) থেকে মতিঝিল(Moti Jheel) পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ মেট্রোর এই যাত্রাপথটির কাজ সবে শেষ হয়েছে।
প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ কানপুর(Kanpur) প্রকল্পের এই কাজে খরচ হবে প্রায় ১১০০০কোটি টাকা। আগামী ২০২৪ সালের মধ্যে এই মেট্রো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী(Narendra Modi) কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি ব্লকচেন-ভিত্তিক (blockchain) ডিজিটাল ডিগ্রি চালু করেন।
জাতীয় ব্লকচেন প্রকল্পের অধীনে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ব্লকচেন চালিত প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল ডিগ্রি প্রদান করা হয়। এই ডিগ্রিগুলি একটি অবিস্মরণীয় আবিষ্কার, যা বিশ্বব্যাপী যাচাই করা যেতে পারে।