ধারের টাকা ফেরত না পেয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক সুদের কারবারি মহাজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পুনে (Pune) শহরে। ৪৭ বছর বয়সী অভিযুক্ত ওই মহাজনের নাম ইমতিয়াজ শেখ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে হদপসার থানার পুলিশ।
জানা গিয়েছে, পুনের বাসিন্দা অভিযুক্ত মহাজন এক দম্পতিকে গত ফেব্রুয়ারিতে সুদে ৪০ হাজার টাকা ধার দিয়েছিলেন। কিছুদিন পর থেকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত। কিন্তু টাকা দিতে পারেনি ওই দম্পতি।
আরও পড়ুন - ভীমা কোরেগাঁও মামলায় মুক্তি পেলেন ভার্নন গঞ্জালভেস এবংঅরুণ ফেরেইরা
অভিযোগ, এরপর ওই মহাজন নির্যাতিতা ও তাঁর স্বামীকে পুনের হদপসার এলাকায় নিজের বাড়িতে ডাকেন। স্বামী-স্ত্রী সেখানে গেলে টাকা দেওয়ার জন্য তাঁদের চাপ দেওয়া হয়। কিন্তু সেই মুহূর্তে টাকা দেওয়া সম্ভব নয় জানালে অভিযুক্ত ওই ব্যক্তি মহিলাকে 'ধর্ষণ' করেন।