স্কুলে মেয়ের সহপাঠীকে বিষ খাইয়ে খুনের (Puducherry Crime) অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে । অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার নাম বালা মনিকান্দন ৷ মৃতের পরিবারের অভিযোগ, ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে তাঁদের ছেলেকে মেরে ফেলা (Mother allegedly killed her daughter's classmate) হয়েছে । ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ । পুদুচেরির (Puducherry Crime) করাইকাল এলাকার ঘটনা ।
মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, এলকেজি থেকে ক্লাস এইট পর্যন্ত বরাবর প্রথম হয়ে এসেছে তাঁদের ছেলে । সেই ঈর্ষা থেকেই বালাকে খুন করেছেন ওই মহিলা । জানা গিয়েছে, শুক্রবার সকালে স্কুলে যায় বালা । সেখানে বার্ষিক অনুষ্ঠানের রিহার্সাল চলছিল ৷ কিন্তু, স্কুল থেকে বাড়ি ফিরেই অসুস্থ বোধ করতে শুরু করে সে । বমিও করে বেশ কয়েকবার । বাবা-মা'কে জানায় স্কুলে ঠান্ডা পানীয় খেয়েছে ৷ এরপর তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই মৃত্যু হয় তার (Puducherry school student murdered) ৷
আরও পড়ুন, Murder over momo: মোমোর প্লেট নিয়ে বচসা, ক্রেতাকে কুপিয়ে খুন কিশোরের
মৃত কিশোরের অভিভাবক জানিয়েছেন, তাঁরা ছেলের জন্য স্কুলে কোনও ঠান্ডা পানীয় পাঠাননি ৷ তবে স্কুলের দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, বালা মনিকান্দনের মায়ের পরিচয় দিয়ে এক মহিলা ঠান্ডা পানীয় দিয়ে গিয়েছিলেন ৷ সেটা দারোয়ান বালাকে দেয় । সেটা খেয়েই অসুস্থ হয়ে পড়ে বালা । পরে জানা যায়, ঠান্ডা পানীয়ে বিষ মেশানো ছিল । আর সেই বিষ মেশানো পানীয় দিয়েছিলেন তারই সহপাঠীর মা ।
মৃতের পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি, ছেলের মৃত্যুতে হাসপাতালেরও গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা ।