রক্ষকই ভক্ষক। বারবার টাকা চাওয়ার অনুরোধে এক ৬ বছরের শিশুকে (6 Years Child) শ্বাসরোধ করে খুন করল এক পুলিশকর্মী (Policeman)। জানা গিয়েছে, খাবার কেনার জন্য ওই পুলিশকর্মীর কাছে অর্থ চাইছিল ওই শিশু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দাতিয়া জেলায়।
অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম রবি শর্মা। মধ্যপ্রদেশের দাতিয়ায় রথযাত্রার অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। ওই ৬ বছরের শিশু বারবার তাঁর কাছে পয়সা চাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি ওই কনস্টেবল। অভিযোগ, সেই রাগ থেকেই শিশুটিকে হত্যা করে ওই পুলিশকর্মী। শিশুটিকে মেরে ফেলে গাড়ির ডিকিতে ভরে পুলিশকর্মী রবি শর্মা। তারপর গাড়ি চালিয়ে গোয়ালিয়র ফিরে যায় সে। একটি পরিত্যক্ত এলাকায় ওই শিশুর দেহ পুঁতে দেয় ওই পুলিশকর্মী।
আরও পড়ুন: বাদল অধিবেশনেই CAA প্রত্যাহারের আর্জি জানিয়ে অমিত শাহকে চিঠি অধীরের
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিল কনস্টেবল রবি শর্মা। তার কাছে ওই শিশু বারবার টাকা চাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। সিসি ক্যামেরায় অভিযুক্ত পুলিশকর্মী রবি শর্মার গাড়ির ছবি ধরা পড়ে। দাতিয়া জেলার পুলিশ সুপার আমন সিং রাঠোর রাজ্য পুলিশের সদর দফতরে চিঠি পাঠিয়েছেন। যাতে দ্রুত ওই অভিযুক্ত পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়।