মণিপুরের রাজ্যপাল অনুসূয়া ইউকের কাছে স্মারকলিপি জমা দিলেন কেন্দ্রের বিরোধী জোট মঞ্চ INDIA-র ২১ জন সাংসদ। শনিবার হিংসা বিধ্বস্থ মণিপুরের একাধিক এলাকা ঘুরে দেখেন। অবশেষে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন বিরোধী সাংসদরা। পাশাপাশি কেন্দ্রের কাছে তাঁদের তরফে পেশ করা অনাস্থা প্রস্তাব নিয়েও দ্রুত আলোচনার দাবি করেছেন তাঁরা।
যত দিন যাচ্ছে ততই মণিপুর থেকে একাধিক ভয়ঙ্কয় ঘটনা প্রকাশ্যে আসছে। শনিবার মণিপুরে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি এই ঘটনায় CBI তদন্তের দাবি করেছেন তিনি।
Read More- সপ্তাহান্তে অগ্নিগর্ভ মণিপুরে যাবেন বিরোধীরা, এই সপ্তাহেই রওনা INDIA জোটের সদস্যদের
রবিবার রাজতভবনে স্মারকলিপি তুলে দেওয়ার পর অধীর চৌধুরী জানান, ২১ জন সাংসদ আলাদাভাবে স্মারকলিপি তুলে দিয়েছেন রাজ্যপালের হাতে। রাজ্যপাল তাঁদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন বলেও জানিয়েছেন।