কেন্দ্রের তরফে মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মান দেওয়া হল উত্ত্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদবকে। ছেলে অখিলেশ যাদবের হাতে বুধবার সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
একই সঙ্গে পদ্ম বিভূষণ পেলেন ওআরএস এর জনক হিসেবে খ্যাত চিকিৎসক দিলীপ মহলানবিশ।
লেখক এবং সমাজকর্মী সুধা মূর্তিকেও সমাজের নানা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য পদ্ম সম্মানে সম্মানিত করা হল।
শিক্ষাবিদ-গণিতবিদ আনন্দ কুমারকে দেওয়া হল পদ্মশ্রী সম্মান।
মোট ১০৬ জনকে পদ্মসম্মান দেওয়া হল, যার মধ্যে পদ্মবিভূষণ পেলেন ৬ জন, ৯ জন পেলেন পদ্মভূষণ সম্মান, পদ্মশ্রী দেওয়া হল ৯১ জনকে।
পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে রয়েছেন তবলিয়া জাকির হুসেন, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা, অভিনেত্রী রবিনা টন্ডনরা।