পোষ্যদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করলেন মুম্বইয়ের এক ইঞ্জিনিয়ার। এমন এক বিশেষ QR code ডিজাইন করলেন তিনি পোষ্যদের জন্য, যার ব্যবহারে কারও পোষ্য কোনওদিন হারিয়ে যাবে না! ২৩ বছর বয়সী ওই ইঞ্জিনিয়ারের নাম অক্ষয় রিডলান। এই QR code-এর মাধ্যমে বিড়াল বা কুকুরের মতো প্রাণীদের ট্যাগ করে দেওয়া যাবে। যার ফলে, কেউ যদি কোনওভাবে চোখের আড়াল হয়ে যায়, তাহলে সে কোথায় রয়েছে তাও খুঁজে বের করা যাবে এই বিশেষ QR code-এর মাধ্যমেই!
'পাবফ্রেন্ড ডট ইন' নামের ওই বিশেষ QR code-কে পোষ্য'র কলারের সঙ্গে সহজেই আটকে দেওয়া যাবে। এর ফলে কেউ যদি ওই QR code স্ক্যান করেন, তাহলেই বুঝে যাবেন যে, ওই পোষ্য কুকুর বা বিড়ালটি থাকে কোথায়। কে বা কারা তাদের দেখভাল করে, জানা যাবে সেটাও।