শনিবার মুম্বইয়ের (Mumbai) একটি বহুতলে আগুন (Major Fire) লেগে মৃত্যু ৭ জনের। আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩৫টি দমকলের ইঞ্জিন ও ৭টি জলের জেটি আগুন নিয়ন্ত্রণে নেমেছে। সেন্ট্রাল মুম্বইয়ের (Central Mumbai) তারদেও এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে এই আবাসনের নাম কমলা বিল্ডিং।
এদিন সকাল সাতটা নাগাদ আগুন লাগে বহুতলটিতে। খবর পেয়েই পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। খবর পেয়ে তৎপর হয়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে ভাটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: 'মন ভাল করা সিদ্ধান্ত', ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন নিয়ে প্রতিক্রিয়া অনিতা বসুর
তবে কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।