বিজেপির সাসপেন্ড হওয়া মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma) 'নিখোঁজ'! তাঁর খোঁজেই দিল্লিতে পৌঁছেছিল মুম্বই পুলিশের (Mumbai Police) একটি দল। কিন্তু, সেখানে নূপুর শর্মার খোঁজ পায়নি তারা। মুম্বই পুলিশের আধিকারিকদের দাবি, নূপুরের খোঁজ পাওয়া যাচ্ছে না। হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য (Prophet Mohammad Row) করার জেরে দেশের বেশ কয়েকটি থানায় তাঁর নামে মামলা রুজু করা হয়েছিল। মামলা রুজু হয় মুম্বইতেও। তার ভিত্তিতেই নূপুরকে সমন পাঠানো হয়েছিল। সমনের কাগজ নূপুরের হাতে তুলে দিতে গিয়েই বিপত্তি। মুম্বই পুলিশের একটি দল গত চারদিন ধরে দিল্লিতে বহিষ্কৃত বিজেপি নেত্রীর খোঁজ করছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: 'অগ্নিপথ' নিয়ে দেশজুড়ে বিক্ষোভের জের, একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল
বিশ্বনবী হজরত মহম্মদকে নিয়ে নূপুর শর্মা-সহ দুই বিজেপি মুখপাত্রের মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিভিন্ন দেশ। নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও (USA)। ইসলামিক দেশগুলির পর আমেরিকাও পয়গম্বর বিতর্কে আসরে নামায় কিছুটা হলেও চাপ বেড়েছে ভারতের ওপর। যদিও বিজেপি যেভাবে দুই পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তার প্রশংসাও করেছে বাইডেন (Joe Biden) প্রশাসন।
কিন্তু নূপুর শর্মা (Nupur Sharma) বিতর্ককে হাতিয়ার করে নতুন করে আমেরিকার সরব হওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। ইতিপূর্বেই ইসলামিক দেশগুলি বিজেপির দুই মুখপাত্রের মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে। তারপর আবার আমেরিকা সরব হওয়ায় কূটনৈতিক ক্ষেত্রে চাপ বাড়তে পারে নয়াদিল্লির ওপর বলে মনে করছে ওয়াকিবহাল মহল।