অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত আদালতের। অন্ধ্রপ্রদেশ ডেভেলপমেন্ট মামলায় শনিবার সকালে টিডিপির প্রধানকে গ্রেফতার করা হয়। মাঝরাত পর্যন্ত চলে জেরা। এরপরই রবিবার সকালে চন্দ্রবাবুকে পেশ করা হয় বিজয়ওয়াড়ার অ্যান্টি কোরাপশন কোর্টে। সন্ধ্যায় তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
রবিবার ৩০ জন প্রত্যক্ষদর্শীর সামনে এই নির্দেশ দেয় আদালত। আগেই চন্দ্রবাবুর জামিনের আবেদন খারিজ করেন তিনি। এদিন বিজয়ওয়াড়ার এসআইটির অফিসে নিয়ে যাওয়া হবে তাঁকে। সোমবার ভোরে রাজামুন্দ্রির জেলে পাঠানো হবে।
অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত দুর্নীতি অভিযোগের তদন্ত করছে রাজ্যের সিআইডি। সিআইডি জানান, তাঁর বিরুদ্ধে অজামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।