গাজিয়াবাদের পর ভয়াবহ নৃশংসতার সাক্ষী গুরুগ্রাম। ঝোপ থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় তরুণীর স্যুটকেসবন্দি নগ্ন দেহ। মৃতার যৌনাঙ্গে ক্ষতচিহ্ন, কোমরে ছ্যাঁকার দাগ। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণী ধর্ষণের শিকার। সোমবার ওই স্যুটকেসটি দেখতে পান এক অটোচালক।
সোমবার বিকেল নাগাদ গুরুগ্রামের ইফকো চকের রাস্তার পাশের ঝোঁপে পরিত্যক্ত একটি স্যুটকেস দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় অটোচালক। পুলিশ এসে ওই স্যুটকেস থেকে এক তরুণীর দেহ উদ্ধার করে।
Ghaziabad Gang rape: ফিরল নির্ভয়ার স্মৃতি! যৌনাঙ্গে রড, হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি ধর্ষিতা
গুরুগ্রামের ডিসিপি (ওয়েস্ট) দীপক সাহারন জানিয়েছেন, ওই তরুণীর বয়স ২২-২৫ এর মধ্যে। মৃতার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
যে এলাকা থেকে স্যুটকেসবন্দি দেহ উদ্ধার হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
প্রসঙ্গত, বুধবার গাজিয়াবাদের রাস্তা থেকে বস্তাবন্দি অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ টানা দু’দিন ধরে ধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে হাত-পা বেঁধে যুবতীর বস্তাবন্দি দেহ রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছিল দুষ্কৃতীরা। অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি নিগৃহীতা।