দীপাবলির উৎসবে মাতোয়ারা গোটা দেশ। প্রদীপ, মোমবাতি থেকে এলইডি লাইটের ছটায় উদ্ভাসিত রাজ্য থেকে দেশ। সেই আলোর উৎসবে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই।
সকালেই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, এই শুভ উৎসব সকলের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে বাড়িয়ে তুলুক। পরিবার ও আপনজনদের সঙ্গে দীপাবলি কাটানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- Abhishek Banerjee: কালী পুজোর সকালেই অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরলেন অভিষেক, থাকতে পারেন বাড়ির পুজোতে
প্রধানমন্ত্রীর পাশাপাশি টুইট করেন রাষ্ট্রপতিও। দ্রৌপদী মুর্মুও আলোর উৎসবের শুভেচ্ছা জানান। টুইটবার্তায় রাষ্ট্রপতি লেখেন, “আলো ও আনন্দের শুভ অনুষ্ঠানে জ্ঞান ও শক্তির প্রদীপের মাধ্যমে সকলের জীবনে খুশি নেমে আসুক।”
অন্যদিকে, টুইট করে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি লেখেন, “দীপাবলির উৎসবে সকলের খুশি, আনন্দ, সুস্বাস্থ্যের কামনা করি।”