জি২০ সম্মেলনের পর বিরোধীদের উদ্দেশ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। জি২০ সম্মেলনে বিরোধীদের আচরণে স্বভাবতই খুশি মোদী। সেই সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সংসদের শীতকালীন অধিবশনেও বজায় থাক, এটাই চাইছেন মোদী। বিরোধিতা থাকলেও যাতে অধিবেশনের(Winter Session) প্রথমদিনে ঐক্যমত বজায় থাকে, তার আবেদন জানান প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর আর্জির পরেও শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধী শিবির থেকে একাধিক মুলতুবি প্রস্তাব জমা পড়ে।
সোমবারই দেশের সব বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে দিল্লিতে জি২০ সংক্রান্ত বৈঠক(G20 Summint Meeting) সারেন প্রধানমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাজির ছিলেন সেই বৈঠকে। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের সঙ্গে সেই সফল বৈঠকের প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী(PM Narendra Modi) বলেছেন, ‘‘জি২০ বৈঠকে দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ হল। তাঁদের দেখে ভাল লাগল।’’
এদিন অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী নতুন সাংসদদের স্বাগত জানান সংসদে। নতুনদের বলার সুযোগ দিতে হবে বলে বুধবার জানিয়েছেন নরেন্দ্র মোদী(Narendra Modi)।