পাশে রয়েছেন চন্দ্রবাবু ও নীতীশ। হাতে চলে এসেছে টিডিপি ও সংযুক্ত জনতা দলের সমর্থনের চিঠি। এই অবস্থায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদে নিজের ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, শনিবারই তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন তিনি। ওই দিন হতে পারে নতুন মন্ত্রীদের শপথ।
মঙ্গলবার প্রকাশিত হয়েছে অষ্টাদশ লোকসভার নির্বাচনের ফল। ৫৪৩ লোকসভায় ২৯২ আসনে জয়ী হয়েছে এনডিএ। এরমধ্যে বিজেপি পেয়েছে ২৪০ আসন। জোটের দুই সঙ্গী টিডিপি এবং সংযুক্ত জনতা দলের কাছে রয়েছে ১৬ এবং ১২টি আসন। এই ২৮ সাংসদের সমর্থন পেতেই দিল্লির মসনদে এনডিএ-এর সরকার তৈরিতে আরও কোনও বাধা রইল না বলেই দাবি রাজনৈতিক মহলের।
এদিন দিল্লিতে পৃথক ভাবে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। এই বৈঠকে জোট দিতে ইতিমধ্যে রাজধানী গিয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, দিল্লিতে শনিবার মোদী শপথ নিলে, জহরলাল নেহরুর পর তিনি হবেন দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পর পর তিনবার মসনদে বসবেন। এবং সেইসঙ্গে ১০ বছর পর ভারতের মসনদে ফিরবে জোট সরকার।