প্রত্যেকের জীবনেই মায়ের গুরুত্ব তুলনাহীন । ব্যতিক্রম নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)। তাঁর জীবনে ১৮ জুন দিনটা খুব স্পেশাল । কারণ, এদিন তাঁর মায়ের জন্মদিন । তবে, এবছরে মায়ের জন্মদিনটা (Modi's Mother's Birthday) একটু বেশিই স্পেশাল । এবছরই, মা হীরাবেন মোদী (Heerben Modi's 100th Birthday) ১০০ বছরে পা দিলেন । সেই উপলক্ষে আজ সকাল সকাল মায়ের কাছে পৌঁছে যান মোদী । মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান ।
শনিবার সকালে গুজরাটের গান্ধীনগরে হীরাবেনের (Heeraben) বাড়িতে পৌঁছে যান মোদি । জন্মদিনে মায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । ছবিগুলিতে দেখা যাচ্ছে,মায়ের সঙ্গে পুজো সারলেন মোদী । এরপর হীরাবেনের পা ধুইয়ে দেন । সেই সঙ্গে মায়ের আশীর্বাদও নিয়ে নিলেন । ভিডিওতে দেখা যাচ্ছে, মাকে কখনও মিষ্টি খাইয়ে দিচ্ছেন । কখনও আবার গল্পে মশগুল মা-ছেলে । ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন, “মা,এই শব্দটার মধ্যে আমার এ বিশ্বের হাজারো আবেগ জড়িয়ে রয়েছে । আজ, ১৮ জুন আমার মা শততম বর্ষে পা দিলেন । এমন বিশেষ দিনে তাঁর প্রতি ভালবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে আমি কলম ধরেছি ।”
একই সঙ্গে একটি ব্লগ টুইটারে পোস্ট করেছেন আজ । সেখানেই তাঁর মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাকে নিয়ে তাঁর চিন্তা-ভাবনা তুলে ধরেছেন । একইসঙ্গে স্মৃতিচারণও করেছেন । প্রধানমন্ত্রী আরও লেখেন, তাঁর বাবা জীবিত থাকলে ২০২২ সালে গত সপ্তাহেই শতবর্ষে পা দিতেন । তাই এবছরটা তাঁর জীবনে খুবই স্পেশ্যাল ।
১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন হীরাবেন মোদী । বর্তমানে নরেন্দ্র মোদীর ছোট ভাই পঙ্কজ মোদীর সঙ্গে গুজরাটের গান্ধিনগরে রায়সন গ্রামে থাকেন তিনি । প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর মা বরাবরই চাকচিক্য, প্রচারের আলো থেকে দূরে থাকেন । এদিকে, মোদীর মায়ের নামে গান্ধীনগরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে । পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়ের দীর্ঘায়ু ও স্বাস্থ্য কামনা করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভাদনগরের হাটকেশ্বর মহাদেব মন্দিরে।