দেশে বেড়েই চলেছে ওমিক্রন(Omicron) আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৪২২ জন । ওমিক্রন আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । এরপরেই রয়েছে দিল্লি ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৭ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু(Death) হয়েছে ১৬২ জনের । একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৯১ জন ।
প্রসঙ্গত, বড়দিনের রাতেই টিকাকরণ নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। একদিকে যেমন ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরুর দিনক্ষণ জানালেন তিনি, তেমনই নিয়ন্ত্রিতভাবে দেশে ‘বুস্টার ডোজ’ চালুর কথাও জানিয়ে দিলেন তিনি।