কেবল বাংলা নয়, ঝড়বৃষ্টির প্রভাবে শনিবার থেকেপ্রায় সারা দেশে কমতে পারে তাপপ্রবাহ। শুধু পশ্চিম রাজস্থান এবং কেরল এখনই দাবদাহ থেকে মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছে মৌসম ভবন (আইএমডি)৷ শনিবার কেবলমাত্র পশ্চিমরাজস্থানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
তবে একইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকতে শুরু করেছে। ফলে রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। কয়েকটি রাজ্যে বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্বের কিছু পাহাড়ি এলাকার বাসিন্দাদের দুর্যোগের সময় ঘরে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। রাজধানী দিল্লির তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪২ ডিগ্রিতে। সেখানেও বৃষ্টি হবে। স্বস্তি পাবেন মানুষজন।