NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঝাড়খন্ডের দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম ঘোষণা করলেন, জেপি নড্ডা। টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও
রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential election) মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোট বেঁধে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশবন্ত সিনহার (Yashvanth Sinha) নামও ঘোষণা করেছেন বিরোধীরা। একই দিনে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করল এনডিএ ও।
Rashmirekha Ojha's death: ক্রমশ জট বাঁধছে রহস্য, রশ্মিরেখার হাতে কার নামের ট্যাটু?
দ্রৌপদী মুর্মু পেশায় শিক্ষিকা। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু। নীলকণ্ঠ সম্মানে সম্মানিত হন তিনি। এই নির্বাচন জিতলে ৬৪ বছরের দ্রৌপদী মুর্মুই হবেন দেশের প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি।
NDA-র তরফে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষিত হওয়ার পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৮ জুলাই রাষ্ট্রপতির দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।