সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী। দেশজুড়ে মহাসমারোহে চলছে নেতাজি জয়ন্তী। দেশজুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হয় ২৩ জানুয়ারি।
১৭-২৩ জানুয়ারি পর্যন্ত আজাদি কি মহোৎসবের অংশ হিসেবে নেতাজি জয়ন্তী পালন করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোটা দেশজুড়েই নেতাজির মূর্তিতে মাল্যদান চলছে। তোলা হয় জাতীয় পতাকা। পরাক্রম দিবসে স্কুলগুলিতেও দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। নেতাজিকে শ্রদ্ধা জানাবে রাজ্য প্রশাসনও।
২৩ জানুয়ারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নেতাজির জীবনের উপর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির কর্তব্যপথে নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন প্রধানমন্ত্রীও।