মুকেশ এবং নীতা আম্বানির ছেলের বিয়ে বলে কথা, আড়ম্বরের অভাব নেই। মহা ধুমধামে বিয়ে হবে মুম্বইতে৷ কিন্তু তার জন্য শহরের কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে মুম্বাই পুলিশ৷ গত ৫ জুলাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুম্বইকরদের একথা জানিয়েছে পুলিশ।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বাণিজ্যনগরীতে। জুলাই মাসের ১২-১৫ তারিখ পর্যন্ত ব্রান্দ্রা কুর্লা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় যানজট এড়াতে এই পদক্ষেপ। কিন্তু তাতে রেগে লাল শহরের বাসিন্দাদের একাংশ।
কেন একটি প্রাইভেট ইভেন্টের জন্য সাধারণ মানুষের হয়রানি হবে- এই প্রশ্ন তুলেছেন অনেকে। বিরক্ত হয়ে কেউ আবার বলেছেন, আম্বানির ছেলের বিয়ের জন্য না হয় গোটা শহরেই লকডাউন হোক।