পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসএআই এবং গ্যাংস্টারদের যোগসাজশের পর্দা ফাঁস। গোপন সূত্রে খবর পেতেই দেশের একাধিক জায়গায় হানা দেয় এনআইএ। উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান সহ দেশের ৭২টি জায়গায় মঙ্গলবার একযোগে তল্লাশি চালাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা।
উত্তরপ্রদেশের পিলভিটে একটি বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য তৈরি হয়। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী গোয়েন্দাদের দাবি, অস্ত্রগুলি পাকিস্তান থেকে ভারতে পাচার করা হয়েছে। গোয়েন্দাদের আরও দাবি, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং নীরজ বাওয়ানা গ্যাংয়ের বেশ কয়েকজনকে গ্রেফতার করে আরও বেশকিছু জায়গার হদিশ মিলেছে। তারপরই মঙ্গলবার একেবারে তৈরি হয়ে অভিযানে নামে এই গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন- Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের কমল সোনার দাম , মঙ্গলে দর কত জানেন?
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে এই বিশাল র্যাকেটের হদিশ পায় এনআইএ। তারপরই পাঁচ রাজ্যের ৫০টি জায়গায় হানা দেয় এই গোয়েন্দা সংস্থা।