সাম্প্রতিককালের সবথেকে বড় সন্ত্রাসবিরোধী হানা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য পুলিশ বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকেই ১৩টি রাজ্য জুড়ে এই অভিযান (NIA raids) শুরু হয়েছে। এখনও পর্যন্ত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রায় ১০০ নেতাকে গ্রেফতার (PFI leaders arrested) করা হয়েছে এই অভিযানে। জানা গিয়েছে, তেলাঙ্গানা, কেরল, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, অসম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পুদুচেরি সহ আরও বেশ কয়েকটি রাজ্যে এই অভিযান চালানো হয়। সন্ত্রাসে মদতের জন্য অর্থ সংগ্রহ, প্রশিক্ষণ শিবির চালানো এবং নির্ধারিত সংগঠনে যোগদানের জন্য লোকদের উগ্রপন্থার পাঠ পড়ানো ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বাড়িতে এই অভিযান চালায় সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্স।
আরও পড়ুন: আড়াই বছর পর আজ চালু টালা ব্রিজ, বিকেলেই উদ্বোধন মুখ্যমন্ত্রীর
এই তল্লাশির বাইরে নেই তিলোত্তমাও। দেশের বাকি জায়গাগুলির মতোই কলকাতা শহরেও শুরু হয়েছে তল্লাশি অভিযান (NIA raids)। সকাল থেকেই এনআইএ আধিকারিকরা ইডি অফিসারদের সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান চালাচ্ছে। সংগঠনের লেনদেন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, সেই কারণে ইডি-র (ED) আধিকারিকদের নিয়ে যৌথভাবে তল্লাশি চালানো হচ্ছে। গতকাল গভীর রাতে কড়েয়া থানা এলাকার তিলজলা রোডে এক পিএফআই নেতার বাড়িতেও হানা দেয় এনআইএ। জঙ্গি সংগঠনকে আর্থিক সাহায্য, প্রশিক্ষণ শিবিরের আয়োজন ও মৌলবাদী সংগঠনে যোগ দেওয়ানোর জন্য মদত করার মতো অভিযোগ রয়েছে পিএফআই-এর বিরুদ্ধে।
উল্লেখ্য, এনআইএর দেড় দশকের অভিযানে এটাই বৃহত্তম সন্ত্রাস দমন (NIA raids) অভিযান। প্রসঙ্গত, জুন মাসে পিএফআই (PFI) এবং তার সহযোগী সংগঠনের ৩৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছিল ইডি। এর মধ্যে পিএফআই-এর ২৩টি অ্যাকাউন্টে প্রায় ৬০ লক্ষ টাকা এবং রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশনের ১০টি অ্যাকাউন্টের প্রায় সাড়ে ন’লক্ষ টাকা রয়েছে।