বাণিজ্য নগরী মুম্বইয়ে ফের জঙ্গি হামলার আশঙ্কা। এমনই এক ই-মেল পেয়েছে এনআইএ। এরপরই মুম্বই-সহ মহারাষ্ট্রের একাধিক শহরে সতর্কতা জারি করা হয়েছে।
মুম্বই পুলিশ সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, যে ব্যক্তি হুমকি মেলটি পাঠিয়েছেন, তিনি নিজেকে তালিবানের সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়েছেন। হুমকি মেলে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি মুম্বইয়ে জঙ্গি হামলা হবে। এরপরই এই নিয়ে তদন্তে নেমেছে এনআইএ ও মুম্বই পুলিশ।
হুমকি মেল পাওয়ার পরই মুম্বই পুলিশ ও মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী শাখাকে সতর্ক করা হয়েছে। গত মাসেও একই হুমকি মেল পেয়েছিল এনআইএ।