ভুল জায়গায় পার্ক করা গাড়ির ছবি তুলে পাঠালে এবার থেকে ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি। একটি সভায় বক্তব্য পেশ করার সময় তিনি বলেন যে, তিনি রাস্তায় বেআইনি ভাবে গাড়ি পার্ক করা রুখতে নতুন আইন প্রণয়ন করতে চলেছেন। স্বভাবসিদ্ধ খোলামেলা ভঙ্গিতে কেন্দ্রীয় মন্ত্রী জানান, "ভুল জায়গায় গাড়ি রাখলে, কেউ যদি তার ছবি তুলে পাঠায়, তাহলে ওই চিত্রগ্রাহককে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। আর, যে ভুল জায়গায় গাড়ি পার্ক করেছে, তাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। এটা করতে পারলে পার্কিং নিয়ে যত সমস্যা হয়, তার সমাধান হয়ে যাবে"।
রাস্তায় ঠিকভাবে গাড়ি পার্ক না করার ফলে যানজট থেকে শুরু করে আরও একাধিক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তা নিয়েও অনুযোগ করতে শোনা যায় নীতিন গডকড়িকে।
তিনি পরিহাস করে বলেন বলেন, "যিনি আমার জন্য রান্না করেন, নাগপুরে তাঁর দুটো সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে। পরিবারে চারজন সদস্য থাকলে এখন ছ'টা গাড়ি থাকে! মাঝেমাঝে মনে হয়, দিল্লিবাসীরা অত্যন্ত সৌভাগ্যবান, যেন তাঁদের জন্য আমরা রাস্তা বানিয়ে রেখেছি তাঁদের গাড়ি পার্ক করার জন্য! সবাই পার্কিং-এর জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে রাস্তার মধ্যেই গাড়ি রাখতেই ব্যস্ত"!