রোজের মতোই অটো বুক করেছিলেন। ভাড়া দেখিয়েছিল ৬২ টাকা। কিন্তু গন্তব্যে পৌঁছে চমকে উঠলেন যাত্রী। ৬২ টাকা ভাড়ার বদলে বিল হয়েছে ৭.৬৬ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে নয়ডার বাসিন্দা দীপক তেঙ্গুরিয়া নামে এক যুবকের সঙ্গে।
জানা গিয়েছে, দীপক অফিসে যাওয়ার জন্য উবার অ্যাপ থেকে আটো বুক করেন। ভাড়া দেখায় ৬২ টাকা। কিন্তু গন্তব্যে পৌঁছে ভাড়া মেটাতে গিয়ে তাঁর চোখ কপালে ওঠে। ৬২ টাকা নয়। উবারের তরফে তাঁর কাছে ভাড়া বাবাদ ৭.৬৬ কোটি টাকা চাওয়া হয়েছে। আর এই বিপুল অংকের ভাড়ার মধ্যে ওয়েটিং চার্জ বাবদ ৫ কোটি ৯৯ লক্ষ ৯ হাজার ১৮৯ টাকা এবং প্রোমোশন কস্ট বাবদ ৭৫ টাকা নেওয়া হয়েছে।
আরও পড়ুন - ফের শিরোনামে রাজধানী দিল্লি, রিল বানিয়ে ভাইরাল হওয়ার নেশায় আগুন পুলিশের ব্যরিকেডে
ইতিমধ্যেই উবারের এই কীর্তি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দীপক। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উবার কর্তৃপক্ষের তরফেও ক্ষমা চাওয়া হয়েছে এই ঘটনার জন্য। কিন্তু ঠিক কী কারণে এই বিপুল পরিমাণ বিল এল তা এখনও জানা যায়নি।