চলন্ত স্কুটার এবং দিল্লি মেট্রোতে আপত্তিকর ভিডিয়ো বানানোর অভিযোগে এবার গ্রেফতার দুই যুবতী। প্রীতি এবং বিনীতা নামের ওই দুই যুবতীর ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া। সেই ভিডিয়োতে দেখা যায়, একটি স্কুটিতে তিনজন।
স্কুটি চালাচ্ছেন এক ব্যক্তি, তাঁর পিছনে দুই তরুণী চলন্ত স্কুটিতেই ‘ঘনিষ্ঠ’ আচরণ করছেন, যা ট্রাফিক আইন লঙ্ঘনকারী ঘটনাও বটে। এর জেরে, প্রথমে তাঁদের ৩৩ হাজার টাকা জরিমানা করে। পরে অতিরিক্ত আরও ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
Rii Sen: প্রায় ৩ লক্ষ টাকা বকেয়া, বাংলাদেশে শ্যুটিং সেরে এসে ক্ষোভে ফুঁসছেন ঋ
কিন্তু নয়ডা পুলিশের কাছে, তাঁরা জানান মোট ৮০ হাজার টাকা দেওয়ার ক্ষমতা তাঁদের নেই। এরপরেই নয়ডা পুলিশ গ্রেফতার করে ওই দুই তরুণী সহ স্কুটির চালককে।