এবছর ১৫ অগস্ট দেশের ৭৬-তম স্বাধীনতা দিবস (India’s 76th Independence Day) উপলক্ষে ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের নতুন প্রডাক্ট নিয়ে আসছে ভারতে। সেই দিনই দেশের এই বিদ্যুচ্চালিত গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি নতুন ইলেকট্রিক গাড়ি (Electric Car) লঞ্চ করতে চলেছে।উল্লেখ্য, S1 প্রো-র উদ্বোধনের ঠিক এক বছর পর ওলা দেশে নিয়ে আসছে ঝাঁ চকচকে কেতাদুরস্ত চার-চাকার ইলেকট্রিক গাড়ি। এই গাড়িটি বেশ কিছু দিন ধরেই টিজ় করে আসছে ওলা ইলেকট্রিক। বৃহস্পতিবার ওলা ইলেকট্রিক সিইও ভাবিশ আগরওয়াল ট্যুইট করে জানালেন ১৫ অগস্ট বড় কিছু ঘোষণা করতে চলেছে তার সংস্থা।
ভারতের রাস্তার জন্য বিশেষভাবে এই ইলেকট্রিক গাড়িগুলি ডিজাইন করছে Ola। এর মধ্যে একটি SUV ও একটি সেডান মডেল থাকছে। ২০২৩ সালে এই গাড়ির বিক্রি শুরু হতে পারে। কোম্পানির ব্যাটারি প্ল্যান্ট সফলভাবে শুরু হওয়ার পরেই গাড়ি উৎপাদন শুরু হয়ে যাবে। এছাড়াও আরও কম দামে একটি ইলেকট্রিক স্কুটার বাজারে আনার পরিকল্পনা করছে Ola।
গত জুনেই ওলা ইলেকট্রিক তাদের আসন্ন ইলেকট্রিক চার-চাকা গাড়িটির এক ঝলক দেখিয়েছি। ওলা কাস্টমার ডে-তে সেই গাড়ির প্রথম ঝলকটি দেখানো হয়েছিল কোম্পানির ফিউচার ফ্যাক্টরি থেকে। এখন ভাবিশ আগরওয়াল জানালেন যে, ১৫ অগস্ট এই প্রডাক্ট সম্পর্কিত আরও একাধিক তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি তিনি নিশ্চিত বার্তা দিয়েছেন, ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে কাস্টমারদের জন্য সেরার সেরা প্রডাক্ট নিয়ে আসা হবে।