রাস্তায় নমাজ় পড়ার সময় কয়েকজন যুবককে লাথি মারার অভিযোগ দিল্লি পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে। এমনই এক ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া স্রিনাতে।
ভিডিয়োতে দেখা যায়, নমাজ় পড়ার সময় ওই পুলিশ কর্মী প্রার্থনারত যুবকদের লাথি মারছেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। ওই কর্মীকে বরখাস্তও করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অন্তর্বিভাগীয় তদন্ত করবে দিল্লি পুলিশ।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়ার শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা যায়, পুলিশকর্মীর ওই আচরণ দেখে, উপস্থিত অনেকেই ক্ষুব্ধ হন। পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়তেও দেখা যায় তাঁদের। কংগ্রেস নেত্রী তাঁর পোস্টে লেখেন, "এটাই অমিত শাহের দিল্লি পুলিশের লক্ষ্য। শান্তি, সেবা, ন্যায়। মন দিয়ে নিজের কাজ করে যাচ্ছে।"
আরও পড়ুন: শিবরাত্রির শোভাযাত্রায় বিপত্তি, কোটায় বিদ্যুৎস্পৃষ্ট ১৫ জন শিশু