আইনজীবীদের মধ্যে বচসা। দিল্লির তিস হাজার কোর্টের পশ্চিম উইংয়ে চলল গুলি। গুলি চালনার অভিযুক্ত আদালতেরই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীশ শর্মা।
আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, চেম্বার ও পার্কিয়ের জায়গা নিয়ে সচিব অতুল শর্মার সঙ্গে কথা কাটাকাটি ও বচসা হয় মণীশের। এরপরই গুলি চালানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় কেউ আহত হননি।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কেকে মনন। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে। যে অস্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে, তার লাইসেন্স আছে কিনা, দেখা হবে। দিল্লি বার কাউন্সিলের মতে, লাইসেন্স থাকলেও কোনও আইনজীবী আদালত চত্বরে তা ব্যবহার করতে পারেন না।