ওড়িশায় (Odisha) ফের এর রুশ নাগরিকের (Russian) রহস্য মৃত্যু । মঙ্গলবার জগৎসিংপুর জেলার পারাদ্বীপ (Paradip) বন্দরে নোঙর করে রাখা একটি জাহাজ থেকে উদ্ধার হয় মৃতদেহ। দুই সপ্তাহের মধ্যে এই নিয়ে তিনজন রুশ নাগরিকের দেহ উদ্ধার করা হল ।
মৃত ব্যক্তির নাম মিলিয়াকভ সের্গেই । এম বি আল্ডনাহ (M B Aldnah)জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ৫১ বছর বয়সী এই ব্যক্তি । জানা গিয়েছে, জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম (Chittagong) বন্দর থেকে পারাদ্বীপ হয়ে মুম্বই (Mumbai) যাচ্ছিল । মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই জাহাজেই শিপ চেম্বার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয় । পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের (Port Trust) চেয়ারম্যান পি এল হরানন্দ রুশ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন । কী কারণে মৃত্যু এখনও সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি পুলিশ । তদন্ত শুরু হয়েছে ।
আরও পড়ুন, Wolf Viral News : চার পায়ে হাঁটার শখ,প্রায় ১৮ লাখ খরচ করে 'নেকড়ে' হলেন ব্যক্তি !
উল্লেখ্য, আগেও দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে ওড়িশায় । বুধবার, ২১ ডিসেম্বর ৪ রুশ নাগরিক ওড়িশার একটি হোটেলে ওঠেন । ২২ ডিসেম্বর ওই হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ভ্লাদিমির বিদেনভ (৬১) নামে এক রুশ নাগরিককে । হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । সেই ঘটনার দু’দিন পর, ২৪ ডিসেম্বর পাভেল অ্যান্টভ (৬৫) নামে আরও এক রুশ নাগরিকের দেহ ওই হোটেলের সামনে থেকে উদ্ধার করা হয় । মনে করা হয়েছে, হোটেলের তিন তলা পড়ে মৃত্যু হয়েছে তাঁর । ওড়িশা পুলিশ এখনও এই দু'টো ঘটনার তদন্ত করছে । এবার নতুন বছরে আরও রুশ নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ।