অসমের বন্যা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য়ের পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে। শনিবারই হিমন্তকে ফোন করেন প্রধানমন্ত্রী। জানতে চান এই পরিস্থিতি রাজ্যের পদক্ষেপের কথা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন জলের তলায় চলে যাচ্ছে একাধিক গ্রাম। এখনও পর্যন্ত রাজ্য়ের ৩১ লক্ষ মানুষ বন্যা বিধ্বস্ত।
ফি বছর বর্ষার আগে বন্যার কবলে পড়ে অসম। বিশেষ নাম্নি অসমের একাংশ ব্রহ্মপুত্রের প্লাবলে বিপর্যস্ত হয়। এই বছরও তার কোনও ব্যতিক্রম হয়নি। রাজ্যে এখনও পর্যন্ত ৬০ জনের বেশি মানুষের বন্যায় মৃত্য়ু হয়েছে। বজলি, বক্সা, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, মজুলি, নগাঁও, নলবাড়ি, শিবসাগরের মতো জায়গা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, ৩২টি জেলাই বন্যা কবলিত। ব্রহ্মপুত্র নদের জলস্ফীতির পর ৪ হাজারের বেশি গ্রাম প্লাবিত। বিপুল ক্ষতির মুখে চাষের। প্রায় ৬৬ হাজার হেক্টর চাষের জমি এখন জলে ডুবে রয়েছে। ৫১৪টি সরকারি ত্রাণশিবিরে দেড় লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এই পরিস্থিতিতেই শনিবার রাজ্যের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্য়ে ত্রাণের কাজ করছে ভারতীয় সেনা। এছাড়ায় ত্রাণের কাজে সাহায্য করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।