অফিসটাইমে মেট্রোয় মারাত্মক ভিড় হলে যে কেমন অবস্থা হয়, তা হাড়ে হাড়ে জানেন কলকাতার নিত্যযাত্রীরা। 'দাদা, একটু চেপে..', 'ব্যাগটা সামনে নিন না..', 'নিজের পায়ে দাঁড়ান.'- শুনতে শুনতেই তো আমবাঙালির প্রতিদিনের মেট্রোযাপন। বুধবার অফিস টাইমে প্রায় একই ছবি দেখা গেল দিল্লির মেট্রোতেও! নাহ্, একটু ভুল হল। একই ছবি নয়। বরং আরও বেশি ভয়ঙ্কর, আরও মারাত্মক ভিড়ের ছবি!
দিল্লির সাকেত মেট্রো স্টেশনে সবেমাত্র এসে দাঁড়িয়েছে মেট্রো, ভেতরে মাছি গলার জায়গা নেই। বাইরেও ভয়ংকর ভিড়। তার মধ্যেই ঠেলো, গুঁতিয়ে কোনক্রমে ভিতরে ঢোকার প্রাণান্তকর চেষ্টা করছেন।
ভিড়ের এমন চাপে দরজা বন্ধ হবে কী করে! দরজার ভিতরে, বাইরে লোকারণ্য! কাজেই দরজা জবাব দিয়ে দিয়েছে। বন্ধই হচ্ছে না। ওদিকে ভিড়ও নাছোড়। কিছুতেই পরের বা তার পরের অথবা তারও পরের মেট্রোর জন্য অপেক্ষা করতে নারাজ। ওই মেট্রোতেই উঠতে হবে। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই দৃশ্য।