সদ্য সংসদ সচিবালয়ের তরফে প্রকাশ করা হয়েছে ‘অসংসদীয় শব্দ’-এর নতুন তালিকা। যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের মধ্যে শোরগোল পড়ে গেছে। তারই মাঝেই এবার সাংসদদের জন্য নতুন বিধিনিষেধ জারি হল। এবার সংসদ চত্বরে (Parliament House) সাংসদদের ধরনা ও বিক্ষোভ প্রদর্শনেও নিষেধাজ্ঞা জারি হল। এমনকি সচিবালয়ের তরফে সংসদ চত্বরে কোনরকম অনশন ও ধর্মীয় অনুষ্ঠান করার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বুধবার লোকসভা সচিবালয়ের তরফে প্রকাশিত হয় অসংসদীয় শব্দের তালিকা। যেখানে স্থান পেয়েছে ‘লজ্জিত’, ‘অপব্যবহৃত, ‘বিশ্বাসঘাতক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘নাটক’, ‘ভণ্ডামি’র মত শব্দ। এছাড়াও ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘তানাশাহ’, ‘তানাশাহী’, ‘জয়চাঁদ’-এর মত শব্দ ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার সংসদ চত্বরে বিক্ষোভ, ধরনা, অনশনের উপরেও নিষেধাজ্ঞা জারি হল।
আরও পড়ুন- Mahua moitra:আইওয়াশ-এর বিকল্প ‘অমৃতকাল’, অসংসদীয় শব্দের তালিকা নিয়ে টুইটে ফের কটাক্ষ মহুয়ার
আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সেই অধিবেশনের আগেই একাধিক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে সাংসদদের জন্য। যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছেন। রাজ্যসভায় কংগ্রেসের মুখ্য সচেতক জয়রাম রমেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করে টুইট করে লেখেন, ‘বিশ্বগুরুর নতুন নিয়ম— ধরনা মানা হ্যায়’।